ঈশ্বরগঞ্জ উপজেলার রাস্তাটি সংস্কার চাই

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা বাজার থেকে আমলিতলা পর্যন্ত রাস্তাটির দশা খুবই করুণ। রাস্তাটি রফিয়ার আলগী, আলাদিয়ার আলগী, বালিহাটা, আলীনগর, নারানাটিয়া অঞ্চলের মানুষের চলাচলের একমাত্র রাস্তা। তা ছাড়া ময়মনসিংহগামী যানবাহন এ রাস্তা দিয়ে চলাচল করে।

গ্রামীণ মানুষের হাটবাজার ও শিক্ষার্থীদের স্কুলে যাওয়া—সবকিছু এই রাস্তা দিয়ে হয়। মূলত এটি একটি পিচের রাস্তা, কিন্তু রাস্তার আস্তরণ ক্ষয় হতে হতে অনেক খাদ তৈরি হয়েছে। গাড়িচালকেরা গাড়ির নিয়ন্ত্রণ রাখতে পারেন না। আবার রাস্তার পাশে কোনো ল্যাম্পপোস্ট না থাকায় সন্ধ্যার পর অন্ধকারে আচ্ছন্ন থাকা এ রাস্তা যেন মৃত্যুফাঁদ।

ব্যস্তময় এ রাস্তায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। যখন দুর্ঘটনা ঘটবে, তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হয়তো বোধোদয় হবে, কিন্তু যা ক্ষতি হওয়ার ঠিকই হয়ে যাবে আর ভুক্তভোগী হবে সাধারণ মানুষ। তাই প্রশ্ন, এই উচাখিলা থেকে আমলিতলা রাস্তার সংস্কার হবে কবে?

শেখ সায়মন পারভেজ

শিক্ষার্থী, ফার্মেসি বিভাগ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়