সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ না হওয়ায় সমাজে হাসির পাত্র হয়ে গিয়েছি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক পঞ্চম গণবিজ্ঞপ্তিতে গত ২১ আগস্ট চূড়ান্তভাবে সুপারিশ পেয়েও যোগদান করতে পারিনি আমরা দেড় শতাধিক শিক্ষক।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের ভুল চাহিদা, প্যাটার্ন জটিলতাসহ বিভিন্ন কারণে আমরা যোগদানবঞ্চিত হই। আমরা কর্তৃপক্ষকে বিষয়গুলো লিখিতভাবে জানাই। তারা আমাদের পুনরায় সুপারিশের কথা থাকলেও দুই মাস পার হওয়ার পরও তা করা হয়নি। কথা ছিল ১৮তম ভাইভার আগেই আমাদের পুনরায় সুপারিশ করা হবে। এদিকে ১৮তম নিবন্ধনের ভাইভা শুরু হওয়ার কথা ২৭ অক্টোবর থেকে।

আমরা স্কুল বা কলেজে শিক্ষক হিসেবে সুপারিশ পেয়ে যোগদান করতে না পেরে সমাজের সবার কাছে হাসির পাত্র হয়ে গেছি। বর্তমানে নিদারুণ লজ্জা ও কষ্টে আমাদের দিন কাটছে।

এনটিআরসিএকে দ্রুত সময়ে আমাদের পুনরায় সুপারিশের অনুরোধ জানাচ্ছি।

সাকু মন্ডল (প্রভাষক)

পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত