রাস্তা সংস্কার চাই

গাইবান্ধা সদর দিয়ে চলে গেছে ঘাঘট নদ। নদের পাশ দিয়ে বাঁধ সংস্কারের কাজ চলছে পাঁচ বছর ধরে। এই বাঁধ গাইবান্ধার খোলাহাটি থেকে কামারজানী পর্যন্ত বিস্তৃত, যা চার ইউনিয়নের মানুষের যাতায়াতের রাস্তা।

লক্ষাধিক মানুষের যাতায়াতের একমাত্র রাস্তাটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি পড়লেই রাস্তায় দেখা দেয় ছোট-বড় গর্ত ও কাদায় পূর্ণ হয়ে যায়। সম্ভব হয় না রাস্তায় গাড়ি চলাচল। সেই সঙ্গে সাধারণ মানুষের হাঁটাচলাও সম্ভব হয় না। ঘটে দুর্ঘটনা।

কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। রাস্তা নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের কার্যকরী কোনো পদক্ষেপ নিতে দেখা যায় না। আমাদের চার ইউনিয়নের মানুষের দাবি, এই রাস্তা দ্রুত সংস্কার হোক।

আশিকুর রহমান

শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।