পুলিশবক্স চাই

কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার ধূরুং বাজারে কোনো পুলিশবক্স না থাকায় সেখানে আইনশৃঙ্খলা বজায় রাখা যাচ্ছে না। বাজারের প্রধান সড়কে ইজিবাইকগুলোর চলাচল এতটাই বেড়ে গেছে যে তারা কোনো ট্রাফিক আইন মানছে না।

দুপুর পেরিয়ে বিকেল ঘনিয়ে এলে রাত পর্যন্ত এই বাজারে মানুষের চলাচল বেড়ে যায়। এতে গাড়িগুলোর সঙ্গে কোনো পথযাত্রীর ধাক্কা লাগলে মুহূর্তের মধ্যে গাড়িচালক ও পথযাত্রী সংঘর্ষে জড়িয়ে পড়ে। রক্তপাতের ঘটনাও ঘটে। আর এতে কোনো সচেতন নাগরিক যদি ঝগড়া মীমাংসার জন্য এগিয়ে আসে, তাকেও মারধরের শিকার হতে হয়েছে, এমনটিও ঘটেছে।

ধূরুং বাজার থেকে কুতুবদিয়া থানার দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। আর এই দূরত্বের কারণে ধূরুং বাজারে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হলে পুলিশের এখানে আসতে সময় লাগে ৩০ মিনিটের মতো। এই দীর্ঘ সময়ের ব্যবধানের ফলে অভিযুক্তদের আর ধরা যায় না। তাই সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতি অনুরোধ অবিলম্বে ধূরুং বাজারে স্থায়ী পুলিশবক্স নির্মাণ করে আইন-শৃঙ্খলা বজায় রাখা হোক।

আব্দুল্লাহ নাজিম আল মামুন

শিক্ষার্থী, কুতুবদিয়া