জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভার সমস্যা

দেশের অধিকাংশ শিক্ষার্থীর উচ্চতর শিক্ষার অন্যতম মাধ্যম জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২,২৮৩টি কলেজে অধ্যয়ন করছেন প্রায় ৩২ লাখ শিক্ষার্থী।

কিন্তু দুঃখের বিষয়, এই বিশ্ববিদ্যালয়ের সার্ভার সমস্যা দিনের পর দিন ব্যাপক আকার ধারণ করছে। প্রতিবছর যেকোনো বর্ষের ফলাফল কিংবা ভর্তির মেধাতালিকা—সবক্ষেত্রে সার্ভার জটিলতা দেখা যায়।

সম্প্রতি ডিগ্রি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়েছে। প্রকাশের প্রথম দিন বেশির ভাগ শিক্ষার্থী সার্ভার সমস্যায় ফলাফল দেখতে পারেননি। প্রায় ২০ শতাংশ শিক্ষার্থীকে তালিকা প্রকাশের দ্বিতীয় দিনেও হতাশ হতে হয়েছে। তাই শিক্ষার্থীদের হয়রানি দূর করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভার সমস্যা খুব দ্রুত নিরসন করা জরুরি।

মোহাম্মদ নাদের হোসেন ভূঁইয়া

অনার্স ৩য় বর্ষ, ব্যবস্থাপনা বিভাগ

ফেনী সরকারি কলেজ