রেলে ভ্রাম্যমাণ আদালত

আমাদের দেশে রেলের লোকসান নিয়ে প্রায়ই হইচই পড়ে যায়। রেলের লোকসানের মূল কারণ হলো সরকারি নীতিনির্ধারক মহলের উদাসীনতা আর কর্মকর্তা থেকে শুরু করে নিম্নস্তরের কর্মচারীদের দুর্নীতি।

কিছুদিন আগে নোয়াখালী কমিউটার ডেমু ট্রেনে উঠে দেখলাম, বেশির ভাগ যাত্রীই বিনা টিকিটে ট্রেনে চড়েছে। টিকিট দেখার দায়িত্বপ্রাপ্ত টিটিই সব যাত্রীর কাছ থেকে নগদ টাকা নিয়ে নিলেন।

তার মধ্যে আবার চৌদ্দ আনা যাত্রীর কাছ থেকে টাকা নিয়ে টিকিটও দেওয়া হলো না। সেই সঙ্গে দেখলাম, লাকসাম রেলস্টেশনে ট্রেনটি ২টা ১০ মিনিটে পৌঁছে ৩টার সময় নোয়াখালীর উদ্দেশে যাত্রা শুরু করে।

মধ্যবর্তী পুরো ৫০ মিনিটই ইঞ্জিন অহেতুক চালু অবস্থায় ছিল। এহেন দুর্নীতি ও অব্যবস্থাপনার পরিপ্রেক্ষিতে রেলে লোকসান হওয়ার গ্যারান্টি শতভাগ।

তাই রেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এহেন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

সোলায়মান চৌধুরী

লক্ষ্মীপুর।