মুক্তিযুদ্ধ নিয়ে গত পাঁচ দশকে দলিল, স্মৃতি, বর্ণনা, বিশ্লেষণ মিলিয়ে দেশে-বিদেশে অজস্র বই প্রকাশিত হয়েছে। কিন্তু বাজারে এমন বই দুর্লভ, যা পড়ে সাধারণ পাঠক মুক্তিযুদ্ধ সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পেতে পারেন। মুক্তিযুদ্ধ নিয়ে সাধারণ পাঠকদের তৃষ্ণার কথা ভেবেই ‘মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী গ্রন্থমালা’ নামে একটি সিরিজের পরিকল্পনা করে প্রথমা প্রকাশন। এই সিরিজেরই বই ‘মুক্তিযুদ্ধের নায়কেরা’।
রাজনীতি, কূটনীতি, যুদ্ধক্ষেত্র, সাংস্কৃতিক ক্ষেত্র, আন্তর্জাতিক অঙ্গন—নানা ক্ষেত্রে নানা ব্যক্তির অংশগ্রহণ ও অনুপ্রেরণা মুক্তিযুদ্ধে আমাদের বিজয়কে ত্বরান্বিত করেছিল। তাঁদের মধ্য থেকে নির্বাচিত কয়েকজনের অনন্য কাহিনি নিয়েই ‘মুক্তিযুদ্ধের নায়কেরা’। বাজারে এসেছে বইটির চতুর্থ মুদ্রণ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীন আহমদ, মহিউদ্দিন জাহাঙ্গীর, জিয়াউর রহমান, আবু সাঈদ চৌধুরী, ইন্দিরা গান্ধী, স্যাম মানেকশ, পি এন হাকসার, ডি পি ধর, ইয়াকফ মালিক, এডওয়ার্ড কেনেডি, অ্যালেন গিন্সবার্গ ও অঁদ্রে মালরোকে নিয়ে লেখার সংকলন এ বই। তাঁদের নিয়ে লিখেছেন আবু সাঈদ চৌধুরী, মঈদুল হাসান, আনিসুজ্জামান, মফিদুল হক, হাসান ফেরদৌস, মহিউদ্দিন আহমদ, শারমিন আহমদ, আসিফ নজরুল, সাজ্জাদ শরিফ, মুহাম্মদ লুত্ফুল হক, সুলতানা নাজনীন এবং ভি কে সিং।
বইটি সম্পাদনা করেছেন কবি সাজ্জাদ শরিফ।
‘মুক্তিযুদ্ধের নায়কেরা’ বইয়ের প্রচ্ছদ করেছেন অশোক কর্মকার। প্রতিকৃতি এঁকেছেন মাসুক হেলাল। বইটির মুদ্রিত মূল্য ২০০ টাকা। পাওয়া যাচ্ছে কারওয়ান বাজার ও শাহবাগের আজিজ সুপার মার্কেটে প্রথমার আউটলেটে। এ ছাড়া ঘরে বসে বই পেতে চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন prothoma.com থেকে। সরাসরি কল করতে পারেন ০১৯৮৮৩৩৭৭৩৩ নম্বরে।