দুঃখগুলান ভাগ কইরা নিই
খড়ের চালা, বাঁশের খুঁটি বাইন্ধাছিলি ঘর
কোন কারণে সব হারালি, হইলি দেশান্তর?
মনের কোকিল বনে বনে গাইছিল ফাল্গুনে
বন্ধুরে তোর শরীর খাইলো নীল দরিয়ার নুনে।
হাত-পা জোড়া শেকল বাঁধা কলির ক্রীতদাস
দূর অজানার ঢেউয়ের ডাকে আনলি সর্বনাশ
জঠরজ্বালা নিভাইতে তোর কোথায় দিলি প্রাণ
অঙ্গজুড়ে তোরই জ্বালা, নিঃশ্বাসে তোর ঘ্রাণ।
এইটা কেমন স্বভাব হইল, কালের বিচার-আচার
মানুষ কি তয় খেদার হাতি, এক নিমিষে পাচার
চক্ষুজুড়ে নুনের ফেঁাটা, বক্ষজুড়ে তৃষ্ণা
গাঙচিলারে দুখের খবর আমারে আর দিস না।
আমার অন্তর জ্বলেরে বন্ধু, ভাসিস না আর জলে
দুঃখগুলান ভাগ কইরা নিই, মাটির সমতলে।