>আক্রান্ত হওয়ার পর করোনা-যুদ্ধে জয়ী হয়েছেন বেশ কয়েকজন লেখক। তেমনই কয়েকজনের খবর
জে কে রাউলিং
করোনা হানা দিয়েছিল হ্যারি পটারখ্যাত লেখক জে কে রাউলিংয়ের শরীরে। গত ২৪ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি। এরপর ৬ এপ্রিল নিজেই টুইট করে জানিয়েছিলেন, সুস্থ হয়েছেন। করোনা সংক্রমণের ফলে প্রায় দুই সপ্তাহ হাসপাতালেই কাটিয়েছেন এই লেখক। এখন করোনাজয় শেষে এ বিষয়ে সবাইকে সচেতন করার চেষ্টা করছেন।
মাইকেল রোজেন
ব্রিটিশ শিশুসাহিত্যিক ও কবি মাইকেল রোজেন করোনাভাইরাসে আক্রান্ত হন গত ২২ মার্চ। এর দুই দিন পর তাঁর পরিবার থেকে জানানো হয়, খুবই দুর্বল হয়ে পড়েছেন তিনি। অবশ্য চিকিৎসকেরা বরাবরই প্রত্যাশা করেছিলেন দ্রুতই সুস্থ হয়ে যাবেন এই কবি। অবশেষে করোনা জয় করে রোজেন এখন পুরোপুরি সুস্থ।
ক্রিস্টি কারস
মার্কিন ভ্রমণবিষয়ক লেখক ক্রিস্টি কারস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন গত ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখে। এর ১২ দিন পর তিনি সুস্থ হন। পরে ১৮ মার্চ সিয়াটলস টাইমস-এ নিজের করোনা-যুদ্ধের অভিজ্ঞতার কথা লিখেছেন এই লেখক।
এডি কোহেন
এডি কোহেন মার্কিন মুলুকের একজন লেখক, প্রযোজক ও উপস্থাপক। ব্যক্তিগত সন্দেহ থেকে তিনি টেস্ট করান এবং করোনা পজিটিভ আসে। এরপর তিনি সবার থেকে বিচ্ছিন্ন হয়ে যান। প্রায় ৯ দিনের মাথায় সুস্থও হয়ে ওঠেন।
সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান, সিয়াটল টাইমস ডটকম, এডিশন ডটসিএনএন ও রোলিংস্টোন ডটকম
গ্রন্থনা: হুমায়ূন শফিক