জাহানারা নওশিন মারা গেছেন

জাহানারা নওশিন

বৃক্ষে বৃক্ষে বিষকরবী, হাড়িকাঠ, পিতামহীর পাখি—এসব বইয়ের লেখক জাহানারা নওশিন মারা গেছেন। ৩ জুলাই সকাল ৬টায় ৯২ বছর বয়সে ঢাকায় তিনি মারা যান। তিনি ছিলেন বরেণ্য কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের বড় বোন।

জাহানারা নওশিন বর্ধমান জেলার যবগ্রামে ১৩৪০ বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন। দেশভাগের পর তাঁরা পূর্ব বাংলায় চলে আসেন। ঢাকার কামরুন্নেসা বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক ও খুলনা বালিকা মহাবিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাসের পর তিনি রাজশাহী কলেজ থেকে স্নাতক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন।

প্রথম বই বৃক্ষে বৃক্ষে বিষকরবী মধ্য দিয়ে জাহানারা নওশিন সাহিত্য জগতে পা রাখেন। তাঁর দুটি উপন্যাস, তিনটি গল্পগ্রন্থ, একটি গবেষণা, একটি কিশোরগ্রন্থ, একটি শিশুতোষ ও একটি কলামের সংকলন প্রকাশিত হয়েছে।

সাহিত্যে অবদানের জন্য ২০১৪ সালে পেয়েছেন ‘অনন্যা সাহিত্য পুরস্কার ১৪২১’।