সিডনিতে নিজের জীবনের গল্প শোনালেন আনোয়ারা সৈয়দ হক
‘আমি ভাবিনি, আমাকে নিয়ে বিদেশ–বিভুঁইয়ে এমন আয়োজন হবে! প্রবাসের মাটিতে বাংলা, বাঙালিত্বকে তোমরা যেভাবে ধরে রেখেছ, তা দেখে আমি সত্যিই মুগ্ধ।’ অস্ট্রেলিয়ায় বাঙালিদের সংগঠন ‘প্রশান্তিকা’র আয়োজনে ‘দুর্জয় প্রাণের আনন্দে, আনোয়ারা সৈয়দ হক সন্ধ্যা’ শিরোনামের আয়োজনের পর এভাবেই মুগ্ধতা জানালেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। এ অনুষ্ঠানে তাঁকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। নিজের পুরো বক্তব্যে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সঙ্গে তাঁর জীবনযাপন ও সাহিত্যের গল্প বললেন আনোয়ারা সৈয়দ হক।
গত ২৩ নভেম্বর সন্ধ্যায় প্রশান্তিকা আয়োজিত এ অনুষ্ঠানে মিলিত হয়েছিলেন অস্ট্রেলিয়ার সিডনির সুধীজনেরা। গামা আবদুল কাদিরের সভাপতিত্বে বক্তব্য দেন অজয় দাশগুপ্ত, শফিকুল আলম, মোহাম্মদ আলী, শাফিন রাশেদ, শাখাওয়াৎ নয়ন, কামাল পাশা প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন প্রশান্তিকা সম্পাদক আতিকুর রহমান।
ষাটের দশকে লেখালেখির শুরু করলেও আনোয়ারা সৈয়দ হকের প্রথম বই বের হয়েছে ১৯৮২ সালে। বই বের হতে এত দিন লাগল কেন, এ প্রশ্নের জবাবে এই লেখক জানান, ঘরের সাথি স্বামী সব্যসাচী সৈয়দ শামসুল হক তত দিনে ফুলটাইম লেখক হয়ে গিয়েছেন। তাই খুশি মনেই তিনি সংসার, চিকিৎসা পেশায় মনোনিবেশ করেছিলেন।
গোটা অনুষ্ঠানেই আনোয়ারা সৈয়দ হক স্মৃতির ঝাঁপি খুলে দিয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন।
গ্রন্থনা: অন্য আলো প্রতিবেদক