২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

যুক্তরাজ্যে দেওয়া হলো প্রথম গ্রাফিক নভেল পুরস্কার

গ্রাফিক নভেল পুরস্কারের মঞ্চেছবি: সংগৃহীত

লন্ডনের কার্টুন মিউজিয়ামে ৭ অক্টোবর দেওয়া হলো স্কলাস্টিক গ্রাফিক নভেল অ্যাওয়ার্ডের প্রথম আসরের পুরস্কার। অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থীর সঙ্গে লেখক, প্রকাশক ও বিক্রেতারা উপস্থিত ছিলেন।

স্কুলের শিক্ষার্থীসহ অতিথিরা সংক্ষিপ্ত তালিকা থেকে বিজয়ীদের বেছে নিতে সহায়তা করেন। অনুষ্ঠানের উপস্থাপক ও লেখক কনি হক বলেন, ‘শিশুদের মধ্যে পড়ার অভ্যাস গড়ে তোলার একটি দারুণ মাধ্যম হতে পারে গ্রাফিক নভেল। এটা হলো পড়া শুরুর প্রবেশদ্বার। এই বিজয়ীদের নির্বাচনে শিশুরা ভোট দিয়েছে, এটাই এই পুরস্কারকে বিশেষ করে তুলেছে।’

প্রথম আসরে মার্ক ব্র্যাডলির লেখা বাম্বল অ্যান্ড স্নাগ অ্যান্ড দ্য শাই ঘোস্ট তরুণ পাঠক শাখায় সেরা পুরস্কার জিতেছে। আর বয়স্ক পাঠক শাখায় সেরা পুরস্কার পেয়েছে জন প্যাট্রিক গ্রিনের ইনভেস্টিগেটরস: অল টাইড আপ। কিশোর পাঠক শাখায় সেরা মনোনীত হয়েছে অ্যালিস ওসেমানের হার্টস্টপার ভলিউম ফাইভ

পুরস্কারের বিচারক প্যানেলে ছিলেন মুরল্যান্ডস স্কুলের ইংরেজি শিক্ষক জন বিডল; শিক্ষক, ব্লগার ও পডকাস্ট হোস্ট জো কামিন্স; এসিএমই কমিক কনের ইভেন্ট প্রযোজক শা নাজির; কমিকস ব্লগার রিচার্ড রুডিক; বিয়ানো কমিকস ম্যাগাজিনের ক্রিয়েটিভ ডিরেক্টর মাইকেল স্টার্লিং।

বিচারকেরা শর্ট লিস্ট বাছাই করলেও বিজয়ীদের চূড়ান্ত করতে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের বিভিন্ন স্কুল থেকে জমা পড়া শিশুদের ভোটের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র: পাবলিশার্স উইকলি

গ্রন্থনা: রবিউল কমল