বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় নারীদের আধিপত্য
২০২৪ সালের বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। বুকার পুরস্কারের ৫৫ বছরের ইতিহাসে এবারই সবচেয়ে বেশিসংখ্যক নারী প্রতিনিধিত্ব করছেন। এবার যে ছয়জনের সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে, তার মধ্যে পাঁচজনই নারী; যেখানে প্রথমবারের মতো নেদারল্যান্ডসের কোনো লেখক জায়গা পেয়েছেন।
সংক্ষিপ্ত তালিকায় আছেন যুক্তরাষ্ট্রের পার্সিভাল এভারেট (জেমস), যুক্তরাজ্যের সামান্থা হার্ভ (অরবিটাল), যুক্তরাষ্ট্রের র্যাচেল কুশনার (ক্রিয়েশন লেক), কানাডার অ্যান মাইকেলস (হেল্ড), নেদারল্যান্ডসের ইয়েল ভ্যান ডার উডেন (দ্য সেফকিপ) ও অস্ট্রেলিয়ার শার্লট উড (স্টোন ইয়ার্ড ডেভশন)।
২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বরের মধ্যে প্রকাশিত ১৫৬টি বই থেকে বাছাই করে প্রথমে ১৩টি বইয়ের দীর্ঘ তালিকা প্রকাশ করা হয়, যাকে বলা হয় ‘বুকার ডজন’। সেখান থেকে সংক্ষিপ্ত তালিকার জন্য এ ছয়টি বই বাছাই করা হয়েছে।
সূত্র: বিবিসি