নিম

অন্ধকার।

নিচে কেউ নেই। তরল অন্ধকার চুইয়ে নামছে। পাখিটা আবার ডেকে উঠল। মা ভয়ার্ত শব্দ করল। সঙ্গে আমরাও। মা বলল, এটা নিম পাখি। এটা ডাকলে মানুষ মরে। ভয়ে আমাদের শরীর কাঁপে। মা বলতে থাকেন, গ্রামে এ পাখিটার ডাকেই তার ভাই আর মা পরপর মরে গিয়েছিল। আজ যখন ইলেকট্রিসিটি চলে গেল তখন পাখিটা ডাকল। অমনি আমাদের সবার গা ভারী হয়ে গেল। মা বলল, এটা মৃত্যুর লক্ষণ। ভয়ে ছোটন কেঁদে ফেলল। মা মা বলে, মাকে জাড়িয়ে ধরল।

আমি বড়। আমার ইচ্ছে করছে, মা মা বলে কেঁদে মাকে জড়িয়ে ধরতে। কেন জানি, পারছি না। গতকাল এ পাড়ায় একটি করোনা রোগী মারা গেছে। আরও কয়েকজন গুরুতর।
আবারও ‘নিম-নিম-নিম’ বলে পাখিটা ডেকে উঠল।
মা বলল, হয়তো তিনজন চলে যাবে কাল।

নিয়ম:
১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটি হ্যাশট‌্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।

কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন:
[email protected]
[email protected] ]