নেকড়ে আসছে নেকড়ে আসছে বলে মুরগির পালকে খেদিয়ে খোঁয়াড়ে তোলা হোলো। ফার্মের মুরগিরা যেমন ছিল তেমনি ঘরেই রইল। দেশি মুরগিগুলো পাহাড়, জঙ্গল, পথঘাট পেরিয়ে নিজ নিজ আলয়ে ফিরে গেল। কদিন পর বাঘ মামা ঘোষণা করলেন নেকড়ের পাল পুরোপুরি আসতে পারে নাই, তবু কয়েকটা নেকড়ে এলাকায় ঢুকে পড়েছে। নেকড়ে ঠেকাতে শেয়ালকে নিয়োগ দেওয়া হয়েছে। মুরগির পালকে বলা হোলো, তোমরা যে যেখানে ছিলে চলে এসো। মুরগির দল আবার দল বেঁধে ছুটল। কিছুদিন পর এদিক–ওদিক থেকে মুরগির মৃত্যুর খবর আসতে থাকল বিচ্ছিন্নভাবে। কিন্তু মুরগি কী করে মারা পড়ছে, তা জানা গেল না। অবশেষে তদন্ত কর্মকর্তা ভোঁদড় জানালেন অজ্ঞাত প্রাণীর আক্রমণে মুরগি মারা যাচ্ছে।
নিয়ম:
১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।
কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন:
[email protected]
[email protected]