কামবাসনার একটি শিল্পিত প্রকাশ হলো প্রেম। শুধু কবি কেন, সব মানুষই নিরন্তর প্রেমে পড়ে চলেছে—নারী-পুরুষনির্বিশেষে। প্রেমই হচ্ছে মানুষের মুখ্য চালিকা শক্তি। সাধারণ মানুষের সঙ্গে কবির পার্থক্য এই যে কবি তাঁর প্রেমে পড়াটাকে প্রকাশ করেন। তিনি তাঁর চিত্তের আনন্দ-বেদনা নিত্যদিন পাঠকের সঙ্গে বিনিময় করেন। অন্য পাঁচজন যাঁরা কবি নন, তাঁদের জন্যও এটা সমসত্য। কিন্তু তাঁরা যেহেতু তাঁদের নিত্যদিনকে পাঠকের সামনে উপস্থাপন করেন না, তাই আমরা তাঁদের বুঝতে পারি না, তাঁদের চিন্তাজগৎ আমাদের কাছে অজ্ঞাত থেকে যায়। আবার সাধারণ মানুষ এ-ও ভাবেন, কবি-শিল্পী যাঁরা, তাঁরাই প্রেমে পড়েন, একটু বেশিই প্রেমে পড়েন।
আসলে মানবজাতির ক্রমবিকাশের ইতিহাস হলো প্রেমের ইতিহাস। সংঘর্ষের ইতিহাস নয়। ইতিহাসের মধ্যে যে যুদ্ধ-বিগ্রহ ঘটে গেছে, সেগুলো জীবনের বড় সত্য নয়; বড় সত্য হলো প্রেম। প্রেমের কারণেই মানবজাতি টিকে আছে এবং টিকে থাকবে।