দাহকালের কবিতা
মাহবুব কবির
রামদা
একটি রামদা আমাকে কোপাচ্ছে।
প্রকাশ্যে রাস্তায় কোপাচ্ছে আমাকে একটি রামদা।
রামদার প্রতিভায় মুগ্ধ আমি।
আমাকে কেটে-কুটে ফালাফালা করে সাইজ করে দিচ্ছে।
প্রতিটি কোপে আমি আনন্দে লাফিয়ে উঠছি।
নাচতে নাচতে গাইতে গাইতে শেষে আমি স্বর্গের রক্তগোলাপ হয়ে ফুটেছি,
তোমাদের জন্য।
ফারুক ওয়াসিফ
পরিণাম
নিজ দেশে নির্বাসিত ভয়ে থাকা লোক
এক চোখে জ্বালা আর অন্য চোখে শোক
কথা বুজে আসে রক্তে, শ্বাসে চাপা দম
হত্যার লটারি আজ তুলল কার নাম?
সুমন সাজ্জাদ
হলোকাস্ট
ধর্ষিত হয়েছেন?
ভাগ্য ভালো,
আপনাকে খুন করা হয়নি।
খুন হয়েছেন?
ভাগ্য ভালো,
আপনার লাশ পাওয়া গিয়েছে।
লাশ পাওয়া গিয়েছে?
ভাগ্য ভালো,
আপনি এখনো পচে ওঠেননি।
গুম করা হয়েছে?
ভাগ্য ভালো,
রক্তমাখা শার্টটা পাওয়া গিয়েছে।
কোপানো হয়েছে?
ভাগ্য ভালো,
কোপটা মাথায় লাগেনি।
মাথায় লাগেনি?
ভাগ্য ভালো,
শেষ পর্যন্ত মামলা করেননি।
মামলা করেননি?
ভাগ্য ভালো,
টাকা দিয়ে ফয়সালা করেছেন।
আপনি লাকি,
আপনি সেরা,
আপনি জোস!
আপনি ভাগ্যবান,
আপনার মরে যাওয়ার ভিডিও আছে,
আপনি ভাগ্যবান,
টিভিতে সারা দিন আপনাকে দেখিয়েছে,
আপনি ভাগ্যবান,
আপনার নাম ও ছবি পত্রিকায় ছাপা হয়েছে!
আর তাই, হ্যাঁ, আর তাই—
আপনাকেই খুঁজছে বাংলাদেশ,
এই যে, আপনি কি শুনতে পাচ্ছেন?
হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন?
হ্যালো...হ্যালো...হ্যালো...
আলতাফ শাহনেওয়াজ
রাত নামলে
একসময় আমার খুব ভয় করত,
মরে যাওয়ার আগে
নিজের মৃত চোখ দেখে ফেলেছিলাম কিনা,
ঘর থেকে তাই বাইরেই বেরোতাম না আমি;
এখনো আমার খুব ভয় করে,
কিন্তু ঘর থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকি—
ভয় পাওয়া মুখগুলো
ঘুমহীন অন্ধকার নিয়ে
একে অপরকে দেখে!
সূর্য নির্বিকার পূর্ব দিকে ওঠে এবং পশ্চিমে অস্ত যায়...