কাঁঠাল পাখির গান

মাঠে মাঠে সোনালি ধানের কাব্য, স্বপ্ন জেগেছে সত্য মানুষের ঘরে।

ধান শুকানোর ধ্যানে, পায়ে পায়ে বাজে বধূর নিক্বণ অনবরত।
ছায়াহীন বদন, স্বেদজলে ভিজে খাঁটি হয়, জীবনের প্রয়োজনে।
বিষণ্ন গোধূলির আকাশ নিত্য বাসা বাঁধে, খালি পেটে পূর্ণিমার স্বপ্ন বৃথা।
এখানে ফলাতে হয় জীবন, নিদানের জলে ভাসা অশ্রুর বাণী কেউ শোনে না।
করোনার উল্লম্ফন অচল করে, কাঁঠাল পাখি পাঠ করে অক্ষম মানুষের যন্ত্রণা।