কোথাও কোনো বসন্ত নেই
পুষ্প-প্রসূনে ভরে উঠেছে, জুডাস বৃক্ষের প্রশাখা
অথচ আমাদের চোখগুলো নিথর
রোমকূপগুলো নিয়ত শোকে কাতর
পৃথিবীর কোথাও কোনো বসন্ত নেই;
উর্বর জমিগুলো, লোহিত সাগরে ডুবে যাচ্ছে ক্রমশ...
পুষ্প-প্রসূনে ভরে উঠেছে, জুডাস বৃক্ষের প্রশাখা
অথচ আমাদের চোখগুলো নিথর
রোমকূপগুলো নিয়ত শোকে কাতর
পৃথিবীর কোথাও কোনো বসন্ত নেই;
উর্বর জমিগুলো, লোহিত সাগরে ডুবে যাচ্ছে ক্রমশ...