ফিরে যাওয়া
ফেলে আসা দিনগুলোতে কি আর কখনো
ফিরে যাওয়া যায় না?
যদি কোনো জাদুমন্ত্রবলে সেই মঞ্জিলে
আবার যাত্রা সম্ভব হয়,
তাহলে তোমার কাছে যেচে নেব
একটি গোলাপ যা আমাকে
অক্ষয় শক্তি জোগাবে
মাইলের পর মাইল হেঁটে যাওয়ার।
পলাতক পাখিদের গান আমার কানে ভেসে আসে,
দৃষ্টিনন্দন মেঘের ওপরে জমেছে মেঘ,
গভীর জলের শব্দ শুনতে পাচ্ছি।
বাতাসের সোঁদা গন্ধ ভেসে আসে,
আমার মন সিক্ত হয় অসীম আনন্দে।