করমচা ফলের মতো

অলংকরণ: এস এম রাকিবুর

আগুনমুখা নদীর তীরে জন্ম আমাদের।

লোকে লাল ভালোবাসে। পোশাকের রং লাল, শাকেরও।

পোড়া ইট দেখে চেনে লোকে সে রঙের রূপ।

শিমুল ও পলাশ প্রিয় ফুল হয়! পাশাপাশি ফোটে

আর লুটোপুটি খায় আমাদের কলিজায়।

করমচা ফলের মতো পেকে থাকি বনে। থোপ থোপ

লাল থেকে বালকেরা ছিনিয়ে এনেছে আমাদের।

আমরা পথ চিনি না। উপকূলরেখা ধরে হাঁটতে হাঁটতে

এখানে এসেছি। তির, বল্লম, খঞ্জর, তরবারির আসপার হয়ে

ফুটেছি এই বেসিনে। আগুনমুখা নদীর তীরে পরিব্যাপ্ত বনে।

পিঠ ফুঁড়ে ফুঁড়ে ফুরিয়ে গেছে, হেসে হেসে লোকে

জান দিয়ে যায়, যেন লজ্জায় বুলেটও কুঁকড়ে গিয়েছে।