প্রত্যাবর্তন

নেপচুনের জলাভূমিতেও ফিরে আসবে জলজেরা।

এবং যেসব ছায়া ধীরে নেচে চলেছে পর্দায়

তাদের অনেকে ফিরে আসবে রক্তমাংসের অবয়বে।

কতগুলি অবশ্য স্ক্রিনেই থেকে যাবে নৃত্যরত,

ফিরতে পারবে না।

সহসা সরব হয়ে উঠবে দু-একটি স্পষ্টবাক দাঁড়কাক।