রক্তবীজ

যুদ্ধে জেতে না সকলে, অনেকেই হেরে যায়;

ফিরে আসে অন্য যুবক ও যুবতী—

মহাফেজখানায় সংরক্ষিত হবে ভুল ইতিহাস, সে কথা জানতেন ইবনে খালদুন।

কিছু সত্য লিখে রাখে পট ও পুঁথি!

অন্ধকারের নেপথ্য থেকে ফিরে আসে অজানা সময়—

পথ ভুল করে মানুষ, তবু পথ হারায় না; 

তুমিই বলেছিলে।

মৃত্যুও মাঝে মাঝে খুলে দেয় আলোর দুয়ার,

জেনেছি বিরহে প্রেম তুমুল হয়; সত্য হেঁটে চলে মানুষের মিছিলে।

ভয়ে মুখ খোলে না ভিতু, লোভেও বন্ধ হয় জবান;

রক্ত বৃথা যায় না, সে কথা জানো তুমিও 

দ্রুত কিংবা ধীরে

যুদ্ধক্ষেত্রগুলো এগিয়ে আসছে ক্রমশ

ঘুম ভেঙে গেলে দেখবে বুলেটবিদ্ধ নিজেকে আর সন্তানের বুক গেছে চিরে...