প্রেম ভেঙে গেলে
বৃষ্টি মাথায় নিয়ে থইথই করে হাঁসেদের বাড়ি ফেরার দৃশ্যের মতো নামে সন্ধ্যা। অথচ পরম প্রেম ভেঙে গেলে আর কোনো ফেরা থাকে না। আহা, বাড়ি! আমার দেশ! হয়তো রাষ্ট্র আছে। যারও আছে সরকার। ফ্যাসিস্ট আছে, ফ্যাসিস্টবিরোধী আছে। বিপ্লব আছে, প্রতিবিপ্লবও। এখানে কত কিছুই ভাঙে আর কত কিছুই না গড়ে ওঠে!
পরম প্রেম ভেঙে গেলে কোথায় চলে যেতে হয়ে রে, সোনা
যেখানে সব থেকেও কিছু নেই, কেবল আশ্চর্য নীরবতা?