দন কিহোতের গান
পঞ্চবটীর সীমানা পেরিয়ে, দূরে
চলেছি কোথাও চতুষ্পদীর পিঠে
স্বপ্নের ধুলো উড়তেছে খুরে খুরে
ভোরের হাওয়া লাগতেছে ভারি মিঠে
সাঞ্ছো পাঞ্জা, আমন ধানের দেশে
মনটারে বেঁধে রাইখো না কংক্রিটে!
ঢাল, তলোয়ার, বর্ম—সবই হেসে
ছুড়ে ফেলো, আজ যুদ্ধের নাই মন
লা মাঞ্চা ফিরে যেতে হবে অবশেষে
সামনে খড়ের গাদা, নাকি বাইসন?
যাহোক, কিছুই বোলো না! নমস্কার!
ভাটির দেশের এটাই সম্বোধন
জানি না ভাগ্যে আর কত পারাপার
দৈত্যের মতো ঢেউ, দূরে সোনাদিয়া
পিছনে অনেক রক্ত, মনের ভার
অনাবৃষ্টি ও অবহেলা, পরকীয়া
যেখানে রয়েছে আমার দুলসেনিয়া