পক্ষির ডানায় থাকি বলে
চোখের কাজলে ভাসি বলে
ধানখেতের নরম পুঁটিমাছ বলে
ষাঁড়ের পিঠে বসা নওজোয়ান বলে
ওগো মাতা শামসুন্নাহার, তোমার বুকের
ওম ছেড়ে গেছি...
আমাকে আজ ডাকো তো সোনা ‘আসমান’ বলে।
পক্ষির ডানায় থাকি বলে
চোখের কাজলে ভাসি বলে
ধানখেতের নরম পুঁটিমাছ বলে
ষাঁড়ের পিঠে বসা নওজোয়ান বলে
ওগো মাতা শামসুন্নাহার, তোমার বুকের
ওম ছেড়ে গেছি...
আমাকে আজ ডাকো তো সোনা ‘আসমান’ বলে।