প্রেমনগর
শুনেছি সোনালি ঋতু
কতকাল শুনিনি রোদন
আহা কারারুদ্ধ বৃষ্টির আত্মা
কেবলই মৌনতার চাষাবাদ করে
বলে, পরিত্যক্ত স্পর্শময় দিনগুলো
ডুবে যাবে ফের রক্ত–মাংস–জলে
মৃত্যুর ওপারে তুমি
এপারে আমার পুঞ্জ পুঞ্জ ভয়, ঘরবাড়ি
আমাকে কি নেবে তুলে
জাদুকর প্রেতের শহরে?
যদিও জেনেছি আমি
প্রতারক–ভণ্ড প্রেমিকের মিথ্যা বাগ্দান
মিথ্যা ছিল না একদিন
গুপ্ত সহবাসে যে ঘুমের বড়ির মতো
টেনে নিত জরায়ুর
রক্তমাখা ঢেউ