আশুরার কবিতা

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো অনেক ছবি আছে, যা বিশেষ ভঙ্গিতে দেখতে হয়। অনেক উঁচু থেকে। নাহয় উল্টো দিক থেকে। নাহয় চোখ সামান্য বন্ধ করে। চোখ পুরো খোলা রেখে দেখলে যেটাকে আপনার ঢাকা মনে হবে, চোখ ত্রিশ ভাগ বন্ধ করে দেখলে সেটাকেই মনে হবে কারবালা।


‘গড়াগড়ি দিয়ে কাঁদে কচি মেয়ে ফাতিমা

আম্মা গো পানি দাও ফেটে গেল ছাতি মা!’


ছবিটা এবার একটু উঁচু থেকে দেখলে, দেখবেন, কারবালার রক্তের মধ্যে টিয়ার গ্যাসের ধোঁয়ায় চোখ মুছতে মুছতে মীর মুগ্ধ দৌড়ে যাচ্ছে, আর বলছে, ‘পানি লাগবে, পানি?’

চোখ ষাট ভাগ খুলে ছবিটার দিকে তাকালে মুগ্ধকেই আপনার আকাশ থেকে পাঠানো কোনো ফেরেশতা মনে হবে। আপনি মুগ্ধ হয়ে তার দিকে তাকাবেন। আর আপনার চোখের সামনে এক সিমারের গুলিতে তার মগজ বের হয়ে যাবে। রক্তে ভেসে যাবে কারবালা...।

আপনার এই সবকিছু মিথ্যা মনে হবে। ফলে আপনি সাহস করে চোখ পুরো খুলে ছবিটা দেখতে যাবেন, কিন্তু পারবেন না। কেননা চোখ পুরো খুললে আপনার নিজেকেই সিমার মনে হবে।  

ফলে আপনি আবার চোখ বন্ধ করে ফেলবেন। আর তখন দেখবেন, আপনার মগজের মধ্যে টিয়ার গ্যাসের ধোঁয়ায় চোখ মুছতে মুছতে মুগ্ধ দৌড়ে যাচ্ছে, আর বলছে, ‘পানি লাগবে, পানি?’