শ্রান্ত মাধুরী

রাখো দৃশ্যের মুখোমুখি প্রতিফলক।

আড়াল ঝরানো পারদের চোখ থেকে 

আবৃত হওয়া ডাক পেল প্রশ্ন রাখে—

হব নাকি পার?

গহ্বর ঘিরে রাখে অযুত প্রস্তর।

মাতাল রোদের স্পর্শে চনমনে বালুর

গান থেকে মরু–পর্বতের সারিতে

নেমেছে শ্রান্ত মাধুরী। জুঁইয়ের

আলুথালু ঘ্রাণ বেয়ে গড়ানো 

সময়ের এলানো শিয়রে

ঠাঁই পেল অনন্ত অলোক।