রুদ্ধ

আমার ঘুম পাতলা

স্বপ্ন ঢুকতে না ঢুকতেই

ভেঙে যায় কচি নিদ্রা,

১০০ বছর হয়

কাফকার লাশের,

মনের বন থেকে 

পাতা ঝরে

আয়তন বাড়ে

মেমোরির মাঠে,

চা-পাতা দিয়ে রাখি;

তবু এত সব

দৃশ্যখোর নিশ্বাসের

পচা গন্ধ মৌ মৌ

আরও ০১টা ভোর