জ্বরের ঘোরে আসে ফাগুন মাস

ভাঙ্গলে যদি এই খেলাঘর, পাখি

চললে হঠাৎ বিজন দিনের পথে

শয্যা শেষের ফুলের নরম ব্যথা

লাগল কোমল ভাঙ্গা ডানার ক্ষতে

নশ্বরতার উল্টাপাল্টা পথে

প্রস্থানে এক আগন্তুকের কথা

মাঘ মাসে কোন খামারবাড়ির মোড়ে

বিড়ম্বনায় বাসক্রসিংয়ে দেখা

প্রবন্ধ পাঠে যে রকম প্রলোভন

তেমন বাতাস মাঘ ফুরালেই আসে

প্রমত্তা সেই উদাল গাছের বন

তেলেসমাতির মধ্যপর্বে বাঁচে 

ভাঙ্গাপর্বে লিখলে ফাগুনগান

দমকা হাওয়া ভাঙ্গতে থাকে ঘর

মোরগফুলের রূপের সুবাস নিয়ে

রাত্রি জাগায় দীর্ঘদিনের জ্বর