শব্দ
হাতের মুঠোয় শব্দ নিয়ে খেলছ তুমি,
এক একটার কী অর্থ জানো?
লালন করা শব্দগুলো পাল্টে ফেলে
কেন লক্ষ্যবিহীন হানো?
শব্দগুলো জড়বস্তু? ইচ্ছেমতো
দাঁড় করাচ্ছ উল্টো ধারায়!
ঝরাপাতার ব্যথাগুলো ঝোড়ো হাওয়ায়
বুকে আবার কষ্ট বাড়ায়?
অভাব এত মাত্রাজ্ঞানের? শব্দগত
অর্থ কেন হারিয়ে যায়?
ভালোবাসার শব্দ এখন পাও না খুঁজে,
অলক্ষ্যে তা হঠাৎ হারায়!