ধাঁধা না
তোমাকে পার হয়ে আসে দারুচিনির ঘ্রাণ,
যুদ্ধবিরতিতে তুমিই মরমি পানীয়;
তিন ভাগ জলের ধাঁধায় তুমি এক ভাগ স্থল।
চিলের চঞ্চুতে পলকেই বিঁধে যায় ব্লু মার্লিন!
তেমন আমি বিঁধে থাকি হৃদয়ের কাননে।
মানুষকে সহজ ব্যাকরণ বইয়ের পাতার মতো পড়ে ফেললে,
থাকে শুধুমাত্র নির্লজ্জ সময়।
দাঁত, নখ, চোখ আর একটিমাত্র মিথ্যায় ঢাকা মানুষ,
বেরিয়ে আসে খোলস ছেড়ে।
মানুষ নিয়ত জন্মায়,
মিথ্যের মতো।
মানুষের শব্দ শোনায় বেত্রাঘাতের মতো।
যেমন শোনায় ঘোড়ার পিঠে সভ্যতার চাবুক!
তবে,
তিন ভাগ জলের ধাঁধায় তুমি এক ভাগ স্থল
থৈ থৈ থৈ থৈ শব্দে বেজে ওঠো কানে!