স্নানঘরে
রেখা ধরে ধরে আমি চলে যাই ফের
স্নানঘরে
স্নায়ুজল মাখি তার সুবর্ণরেখায়
বিজন বিহারী আলো দিনের বাহিরে ছিল
চাপকলের চকিত চোখ! চিবুকে গড়িয়ে পড়ে
সিক্তস্বরে
গুপ্তসভা থেকে তার বের হয়ে আসে
রাত্রির গোপন গান
কে নিয়ে আসতে পারে এমন সুবাস? সাবান?
কেউ নয়, সে যে এক বিমুগ্ধ অসুখ
বুকে যার বকুল-বাগান