বৃষ্টিমন্ত্র

বৃষ্টিমন্ত্র হন্তদন্ত

দৃষ্টির ভিতর

বৃষ্টিমন্ত্র জরাসন্ধ

সৃষ্টির ভিতর

বিব্রত বৃষ্টির তিরে

হলাহল হু হু

নীলাঞ্জনা, ছায়াপথে

কোলাহল কুহু

মাটির টানেলে খোঁড়ে

ঢল পাহাড়িয়া

তিমি ইলিশের খোঁজে

বিল ডাকাতিয়া

তিস্তা পদ্মা যুগলাঙ্গ

ছপ ছপ ছই

নৌকার গলুই পানে

কানে হাঁটে কই

বৃষ্টি তুই সৃষ্টি তুই

দে, সৃষ্টি কৃষ্টি দে

জলমাটি পঞ্চশর

রাখে তোকে বেঁধে

যেহেতু কবিতা শিখি,

লিখি তোমাকেই

আমার গন্তব্য তুমি,

শিখি আমাকেই

অনন্তর বৃষ্টিফোঁটা

দুজনার মন

মনে বনে মহাবিশ্বে

অদৃশ্য কুজন

বৃষ্টি তুই জলপদ্ম

স্থলপদ্ম দে

আমার হৃদয়পদ্ম

নে তুলে নে

নে তুলে নে