নিষ্ফলা প্রবাহ

চিন্তা-গাঙে শব্দছিপ ফেলেছেন কবি

মাছস্বরূপিণী সব কবিতা ঘূর্ণায়মান

লোভনীয় টোপ

হাতছানি মায়াভ্রম,

কিন্তু ফাতনা ওঠে না, ওঠে না নড়ে

আবেশবিহ্বল কবি তখন কী করে!

তন্দ্রা এসে ঢুলুঢুলু মদিরা–মায়ায়

জাগরণ থেকে দূরে, বহুদূরে অনন্তসীমায়

টেনে নিয়ে যায়

মাছেরা কি তার ছোঁয়া পায়?

কবি লিখবে ‘গুম’ সত্য, নারীর নিগ্রহ,

অসূয়া বিদ্বেষ যুদ্ধ মানুষের ক্ষুদ্রতাসমূহ

আস্ফালন দম্ভ আর অহমিকা

প্রবল প্রতাপে রূঢ়, সীমিত অক্ষরে

অসহায় জ্বলুনিতে বিবেক পাথর

নিষ্ফলা সময় তিথি বৃথা বয়ে যায়...