কেউ অথবা ঢেউ
আবারও সেই অচেনা ওফেলিয়া আচানক হাসে, হেঁটে যায়
পেছন ফিরে কিংবা কারও সাথে পলায়নপর জোছনায় ভাসে
গ্রহদোষ বা গ্রহণের খেলাপি খেলা শেষ হলে হ্যালোজেনও
জেন গল্পের ভিতরে ভালোবাসার বুনো গল্প হয়ে ওঠে, বিহাসে
কীভাবে কেউ রোদ্দুর হয়ে উড়ে যায়, যেতে পারে তেপান্তরে
অথচ বুকের বাম পাশের নিগড় থেকে ওঠে আর্তনাদের বুদ্বুদ
গোঙানির সহোদর; যেন হাওয়া-ঘরের ভিতর থেকে ফুলে ওঠে,
কেঁপে ওঠে পতন ও অঞ্জলি পাতাদের মাউথ অর্গানিক অর্বুদ
তবুও আমাদের মস্তিষ্কের অজস্র কর্পাস কালোসাম নিয়ত হারিয়ে
ফেলে কুড়িয়ে নেয় লবণ ও সমুদ্রের ঢেউ; উড়ে যায় রাধিকা,
আর্তনাদ থেকে উঠে দাঁড়ায় পেঁজা তুলো, অলীক কবিরের দোহা
অথচ রহস্যপূর্ণা মেঘের মেয়ে সে সুনৃত; ধ্যানীর স্বপ্নময় সাধিকা...