বিবর্ণ হেমন্ত
হেমন্তের জলজ সমীরণে ফসলের মাটি মলিন
কৃষাণের নেই কোলাহল, স্পষ্ট আগামীর রোদন
রিক্ত ফসলের জমিনের পাকা ধানও অনুজ্জ্বল
রোদে কাস্তে হাতে মুখবন্ধ কৃষকের দীর্ঘশ্বাস
নেই ফসল কাটার জয়গান, সমবেত কোরাস
গোলায় সোনালি ধান; ভয় আগামীর চিন্তায়
বৈশ্বিক দুর্যোগে সবাই কি আর মানবিক হয়?
বিবর্ণ হেমন্তের দুঃখগাথা গ্রামবাংলাও শোনে না
মাঠে মাঠে তাই ফসল কাটার গান হয় ম্লান
নয় অপরূপ, হাইব্রিডে বিবর্ণ হেমন্তের ধান!