স্প্যানিশ বন্ধুদের প্রতি

আমাকে বেসো না ভালো, বুনুয়েল, বন্ধু প্রবাসে:

সময়ের হাড় ঝুলে থাকা সীমান্তে পাখিরা খুনি;

আমরা বেলুনে লীন ঘাম—টুপটাপ যাব ঝরে এক্ষুনি:

আন্দালুসীয় হরিণীর চোখ কাটা ক্ষুর নির্বাক হাসে

আমাকে ডেকো না আড্ডায়, লোরকা, সন্ধ্যা গনগনে লাল;

আলো-নিহত টিস্টলে দোল খায় গোথিক মহাকাল:

অক্টোপাসের আঙুলে কবিতা—কাতরতা-কাঙাল

হয়ে নির্বিচার করে গুলি, রক্তবিবাহের মগডাল

ভেঙে ঝুলে থাকা ফুলেরা গুমোট-তরঙ্গমাতাল;

আমাকে ডেকো না গোরের ঘোরে—গুল্মমাতা কঙ্কাল

আমাকে ভেবো না ভাই, দালি, পরাবাস্তব শরবতে:

গলন্ত সময়ের তরলে ঝলসে আছে পারাপার;

কার কোল থেকে ঝরে পড়া হাসি—চকিত সন্ত্রাস সার!

মানুষ প্রাচীন গাছ হয়ে কাঁদে—চির অক্ষত ক্ষতে