জন্মান্তর

যদি আর কোথাও না থাকি, ময়মনসিংহ যেয়ো। না পাও যদি সেইখানেও, লোকাল ট্রেন ধরে গৌরীপুর যেয়ো। আর বসে থেকে কৃষ্ণচূড়া গাছটারে দেখিয়ো। ইঞ্জিন ততক্ষণে ঘুরে গিয়ে পুনরায় টানবে বগি, ঈশ্বরগঞ্জ নামিয়ো। নেমেই যদি দেখতে পাও, কামিনী ফুলের গাছে কয়েকটা ফুল, তবে সর্পিণীর রূপ ধরে দংশিয়ো।

সর্পিণী পুষব বলেই তো শরীরকে বানিয়ে জমিন, রোপণ করেছি কামিনী ফুলের চারা।