গোল্ডস্মিথ পুরস্কার পেলেন র‌্যাচেল কাস্ক

র‌্যাচেল কাস্ক

ব্রিটিশ লেখক র‌্যাচেল কাস্কের উপন্যাস প্যারেড গোল্ডস্মিথ পুরস্কার জিতেছে। এই পুরস্কারের অর্থমূল্য ১০ হাজার পাউন্ড বা ১২ হাজার ইউরো।

বিচারকদের প্রধান ড. অ্যাবিগেইল শিন বলেন, ‘উপন্যাসটি আমাদের বিকল্প সত্তার শক্তি ও সীমাবদ্ধতা উন্মোচন করেছে।’ আরেক বিচারক সারা বাউম বলেন, ‘প্যারেড-এর প্রতিটি বাক্য যেন একেকটি ধারণার সঙ্গে জড়িত। মানুষ মারা যায়, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়, দৃশ্যপট বদলে যায়; তবু চিন্তার স্পষ্ট ও তীক্ষ্ণ সীমারেখা থেকে যায়, যা পাঠককে ধরে রাখে।’

২০১৩ সাল থেকে গোল্ডস্মিথ পুরস্কার দেওয়া শুরু হয় এবং র‌্যাচেল কাস্ক এবার দিয়ে চতুর্থবার মনোনয়ন পান। এর আগে তিনি যথাক্রমে ২০১৪, ২০১৬ ও ২০১৮ সালে তাঁর আউটলাইন ট্রিলজির প্রতিটি বইয়ের জন্য মনোনীত হয়েছিলেন।

৫৭ বছর বয়সী র‌্যাচেল কাস্কের প্রথম উপন্যাস সেভিং অ্যাগনেস প্রকাশিত হয় ১৯৯৩ সালে। এ উপন্যাসটির জন্য তিনি হুইটব্রেড ফার্স্ট নভেল অ্যাওয়ার্ড জিতেছিলেন। এরপর তিনি ১২টি উপন্যাস, ৫টি নন-ফিকশন ও ১টি নাটক লিখেছেন। ব্রিটিশ এই লেখক বুকার পুরস্কারের জন্য দুবার তালিকাভুক্ত হয়েছেন।

এ বছর গোল্ডস্মিথ পুরস্কারের জন্য আরও পাঁচ লেখক মনোনয়ন পেয়েছিলেন। তাঁরা হলেন মার্ক বোলস, জোনাথন বাকলে, নীল মুখোপাধ্যায়, লারা পাওসন ও হান স্মিথ।

সূত্র: ইউরো নিউজ

গ্রন্থনা: রবিউল কমল