এই গ্রীষ্মে যেসব বই পড়লেন ওবামা
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পড়া বইয়ের তালিকা প্রকাশ করা যেন রীতিমতো ঐতিহ্যে পরিণত হয়েছে। অনেকেই ওবামার দেওয়া বইয়ের তালিকার অপেক্ষায় থাকেন। ২০০৯ সাল থেকে প্রতি গ্রীষ্মে পড়া বইয়ের তালিকা করে আসছেন সাবেক এই প্রেসিডেন্ট।
বারাক ওবামা ফিকশন ও নন-ফিকশন দুই ধরনের বই–ই পড়েন এবং অন্যদের সেই বই পড়ার জন্য সুপারিশ করেন। ১৩ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে এ বছরের গ্রীষ্মে পড়া বইয়ের তালিকা প্রকাশ করেছেন তিনি।
বারাক ওবামার তালিকায় থাকা বইয়ের মধ্যে আছে পার্সিভাল এভারেটের জেমস, রিতা বুলউইঙ্কেলের হেডশট, হানিফ আবদুর রাকিবের দেয়ার’স অলওয়েজ দিস ইয়ার: অন বাস্কেটবল অ্যান্ড অ্যাসেনশন, কালিয়ান ব্র্যাডলির দ্য মিনিস্ট্রি অব টাইম, অ্যাডেল ওয়াল্ডম্যানের হেল্প ওয়ান্টেড, জন গ্যাঞ্জের হোয়েন দ্য ক্লক ব্রোক: কন মেন, কনসপাইরেসিস্ট, অ্যান্ড হাউ আমেরিকা ক্র্যাকড আপ ইন দ্য আর্লি ১৯৯০, মেরিলিন রবিনসনের রিডিং জেনেসিস, কাভেহ আকবরের মার্টেয়র!, লিজ মুরের দ্য গড অব দ্য উডস ইত্যাদি।
সামাজিক যোগাযোগমাধ্যমে বারাক ওবামা লিখেছেন, ‘আমি গত কয়েক মাসে কিছু দুর্দান্ত বই পড়েছি এবং আমার পছন্দের কিছু বই সুপারিশ করতে চেয়েছিলাম। আপনাদের কোনো সুপারিশ থাকলেও আমাকে জানাতে পারেন।’
সূত্র: লিট হাব