অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত লেখক সানিয়া রুশদী

সানিয়া রুশদী

 অস্ট্রেলিয়ার মাইলস ফ্রাঙ্কলিন সাহিত্য পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত লেখক সানিয়া রুশদী। হসপিটাল উপন্যাসের জন্য তিনি অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ সাহিত্য সম্মাননার এ তালিকায় জায়গা পেলেন।

হসপিটাল উপন্যাসটি প্রথমে বাংলাদেশের প্রকাশনা সংস্থা বহিঃপ্রকাশ থেকে বাংলা ভাষায় প্রকাশিত হয়। পরে এটিকে ইংরেজিতে ভাষান্তর করেন অরুণাভ সিনহা।

মাইলস ফ্রাঙ্কলিনের বিচারকেরা মানসিক অসুস্থতা নিয়ে লেখা এ উপন্যাসের প্রশংসা করে বলেন, বইটিতে কাব্যিক উচ্চারণের মাধ্যমে কল্পনার বিকাশ হয়েছে। যেখানে ঘুরেফিরে উঠে এসেছে সাইকোসিসের প্রভাব।

২ জুলাই মাইলস ফ্রাঙ্কলিন সাহিত্য পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়। তালিকার বাকি পাঁচ লেখক হলেন হোসেইন আসগারি (অনলি সাউন্ড রিমেইনস), জেন ক্রেগ (ওয়াল), আন্দ্রে দাও (আনাম), গ্রেগরি ডে (দ্য বেল অব দ্য ওয়ার্ল্ড), অ্যালেক্সিস রাইট (প্রেইসওয়ার্থি)।

আগামী ১ আগস্ট চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে। তিনি পাবেন ৬০ হাজার ডলার। আর অন্য প্রতিযোগীরা প্রত্যেকে পাঁচ হাজার ডলার পাবেন।

 সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া ছয়টি বইয়ে সমসাময়িক অস্ট্রেলিয়ান লেখার অভিব্যক্তি প্রতিফলিত হয়েছে এবং উপন্যাসগুলোর প্রতিটি একটি করে স্বতন্ত্র জগৎ তৈরি করেছে বলে বিচারকেরা মনে করেন।

সূত্র: দ্য গার্ডিয়ান