আগামী শরতে আসছে মেলানিয়া ট্রাম্পের প্রথম স্মৃতিকথা

সাবেক মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের স্মৃতিকথা নিয়ে আগামী শরতে একটি বই প্রকাশিত হবে। ২৫ জুলাই মেলানিয়া ট্রাম্পের কার্যালয় থেকে জানানো হয়, বইটি এমন এক নারীর অনুপ্রেরণামূলক গল্প, যিনি নিজের পথ নিজেই তৈরি করেছেন।

স্কাইহর্স পাবলিশিং থেকে প্রকাশিত এই বই হবে মেলানিয়া ট্রাম্পের প্রথম স্মৃতিকথা। তবে মেলানিয়া ট্রাম্পের এই আত্মজীবনী প্রকাশের নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি।

এ প্রসঙ্গে এক মুখপাত্র বলেছেন, বইটি প্রকাশের বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। আর্থিক শর্তাদি, প্রচারণার পরিকল্পনা বা তিনি কোনো সহলেখকের সঙ্গে কাজ করছেন কি না, তা–ও আপাতত গোপন রাখা হচ্ছে।

ডোনাল্ড ট্রাম্প ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়ার পর থেকেই আলোচনায় উঠে আসেন তাঁর তৃতীয় স্ত্রী মেলানিয়া ট্রাম্প। তবে মেলানিয়া সব সময়ই ছিলেন খানিকটা রহস্যময়। এমনকি ফার্স্ট লেডি হিসেবে দায়িত্ব পালন করার সময়ও তিনি যথাসম্ভব গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করেছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান