বর্ষসেরা শব্দ নির্বাচন করতে এ বছর প্রথমবারের মতো গণভোটের আয়োজন করেছিল অক্সফোর্ড অভিধান কর্তৃপক্ষ। ভোটের জন্য বিশেষজ্ঞরা বেছে নিয়েছিলেন তিনটি শব্দ—‘গবলিন মোড’, ‘মেটাভার্স’ এবং ‘#আইস্ট্যান্ডউইথ’। সারা বিশ্বের ইংরেজিভাষীদের থেকে অনলাইনে ভোট গ্রহণের মাধ্যমে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস ৫ ডিসেম্বর তাদের বর্ষসেরা শব্দ ঘোষণা করেছে। সবচেয়ে বেশি (প্রায় ৯৩ শতাংশ) ভোট পেয়ে চলতি বছরের শীর্ষ শব্দ নির্বাচিত হয়েছে ‘গবলিন মোড’।
‘গবলিন মোড’ শব্দবন্ধটি মূলত অশিষ্ট অর্থে প্রয়োগ করা হয়। ‘কোনো রকম সংকোচ বা অনুশোচনা ছাড়াই আত্মকেন্দ্রিক, অলস, অপরিচ্ছন্ন বা লোলুপ আচরণ করা’ নির্দেশ করতে শব্দটি ব্যবহার করা হয়। ২০০৯ সালে অনলাইনে প্রথমবার এর প্রয়োগ লক্ষ করা গিয়েছিল। এরপর গত কয়েক বছরে শব্দটির ব্যবহার বেড়েছে। বিশেষত নিজের সম্পর্কে বলতে গিয়ে ‘আমি গবলিন মোডে আছি’ বা ‘গবলিন মোডে চলে গেছি’র প্রয়োগ এখন বহুল প্রচলিত ও জনপ্রিয়।
এর আগে ২০২০ সালে অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছিল ‘লকডাউন’ এবং করোনাকালীন সময়ে ‘ভ্যাকসিন’ শব্দের সংক্ষিপ্ত রূপের বহুল প্রয়োগ থেকে ২০২১ সালের বর্ষসেরা শব্দ ছিল ‘ভ্যাক্স’। সূত্র: অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস।