শেষ হলো আন্তর্জাতিক আরবি বইমেলা
তুরস্কে আন্তর্জাতিক আরবি বইমেলার নবম আসর শেষ হয়েছে। ১০ থেকে ১৮ আগস্ট ইস্তাম্বুল এক্সপো সেন্টারে এই বইমেলার আয়োজন করা হয়।
প্রেস অ্যান্ড পাবলিশিং অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যারাবিক বুক পাবলিশার্স ও টার্কিশ প্রেস অ্যান্ড পাবলিশিং প্রফেশনাল অ্যাসোসিয়েশন যৌথভাবে বইমেলাটির আয়োজন করে।
আন্তর্জাতিক ইস্তাম্বুল আরবি বইমেলা এবার নবম বছরে পদার্পণ করেছে। এখানে আলোচনা, প্রদর্শনী, কর্মশালাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তুরস্ক ও বিদেশি অনেক প্রকাশনা এই বইমেলায় অংশগ্রহণ করে।
ফিলিস্তিনি কালচারাল হাউজের পরিচালক সামির আতিয়ে আনাদোলু এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন,
তাঁরা চতুর্থবারের মতো এই মেলায় অংশ নিচ্ছেন।
ফিলিস্তিনি প্রতিরোধবিষয়ক বই প্রকাশের জন্য তাঁরা যথাসাধ্য চেষ্টা করছেন উল্লেখ করে আতিয়ে বলেন, কয়েক মাসের মধ্যে বইগুলো আরবি থেকে তুর্কি ভাষায় অনুবাদ করা হবে।
সূত্র: ডেইলি সাবাহ
গ্রন্থনা: রবিউল কমল