বইমেলায় নতুন বই
গোল্লা বন্ধুরা, শুরু হয়েছে একুশে গ্রন্থমেলা। নতুন বইয়ের মিষ্টি ঘ্রাণ কি নাকে এসে লাগছে? নিশ্চয়ই লাগছে। এত দিনে বইমেলা থেকে বই কেনার জন্য কিছু টাকা নিশ্চয়ই জমিয়েছ। কিন্তু কোন বইগুলো কিনবে? ঠিক না করে থাকলে এবারের বইমেলায় প্রকাশিত নতুন কিছু বইয়ের খবর জেনে নাও। আর যারা বইমেলায় যেতে পারবে না, তারা নিশ্চয়ই হাতের কাছের বইয়ের দোকান থেকে নতুন বই কিনে ফেলবে। যেখান থেকেই নাও বা উপহার পাও, নতুন বই পড়ার পর ভালো লাগলে জানাতে পারো আমাদের।