কুন্ডিল হিস্টোরি পুরস্কারের তালিকায় ভারতীয় লেখক
কুন্ডিল হিস্টোরি পুরস্কার-২০১৯-এর সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিয়েছেন ভারতীয় লেখক সুনীল অমৃত। ১৯ সেপ্টেম্বর আটটি বইয়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে কুন্ডিলের ওয়েবসাইট, আর সেখানে স্থান পেয়েছে সুনীল অমৃতের বই আনরুলি ওয়াটার্স। বইটি প্রকাশিত হয়েছে গত বছরের ডিসেম্বরে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ সুনীল অমৃত এই বইয়ে তুলে ধরেছেন বর্ষা, নদী ও সমুদ্র কীভাবে দক্ষিণ এশিয়ার ইতিহাসকে তৈরি করেছে। এই ইতিহাসের সঙ্গে যুক্ত করেছেন বর্তমান সময়ের জলবায়ুসংকট ও বৈশ্বিক উষ্ণতাকে।
প্রতিবছর ইংরেজিতে লেখা ইতিহাসভিত্তিক একটি বইকে সেরা বই হিসেবে পুরস্কৃত করে থাকে কুন্ডিল কর্তৃপক্ষ। আগামী ১৬ অক্টোবর জানা যাবে, কোন বইটি এ বছরের সেরা হিসেবে কুন্ডিল হিস্টোরি পুরস্কার পাচ্ছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া