বইমেলার নতুন বই
বইমেলায় প্রতিদিনই আসছে নতুন নতুন বই। কবিতা, গল্প, উপন্যাস, ভ্রমণের বাইরেও ইতিহাস, মুক্তিযুদ্ধ, বিভিন্ন বিষয় নিয়ে বিশ্লেষণাত্মক বই। নানা ধরনের বইয়ে সরগরম এখন বইমেলা। সেসব বইয়ের মধ্য থেকে থাকল কয়েকটি বইয়ের খবর।
১৯৭১: বাংলাদেশ সৃষ্টির বৈশ্বিক ইতিহাস
শ্রীনাথ রাঘবন
অনুবাদ: কাজী জাওয়াদ
প্রকাশক: প্রথমা প্রকাশন
দাম: ৯০০ টাকা।
১৯৪৭ সালে দেশভাগের পর ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ উপমহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক ঘটনা। বলা যায়, বাংলাদেশের জন্ম একঝাঁকুনিতে উপমহাদেশের রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য পাল্টে দেয়। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা, ভারত ও পাকিস্তানের পারমাণবিকীকরণ, সিয়াচেন হিমবাহ ও কারগিলের সংঘাত, বাংলাদেশের ভবিষ্যৎ পথচলা—সবকিছুরই পেছনে ভূমিকা রাখে ১৯৭১ সালের ওই উত্তাল ৯ মাস।
প্রচলিত বয়ানের বিপরীতে শ্রীনাথ রাঘবন দাবি করেছেন যে বাংলাদেশের সৃষ্টি কোনো পূর্বনির্ধারিত ঘটনা নয়। এ ঘটনাকে বিচার করতে হবে সেই সময়ের বৈশ্বিক পরিপ্রেক্ষিতে উপনিবেশগুলোর স্বাধীনতা, স্নায়ুযুদ্ধ ও জায়মান বিশ্বায়নের পটভূমিতে রেখে। উপরন্তু এ ঘটনাজুড়ে আছেন শেখ মুজিবুর রহমান, ইন্দিরা গান্ধী, রিচার্ড নিক্সন, হেনরি কিসিঞ্জার, চৌ এন লাই, জুলফিকার আলী ভুট্টো, তারিক আলী, জর্জ হ্যারিসন, রবি শঙ্কর ও বব ডিলানের মতো ব্যক্তিত্বরা।
রাঘবনের লেখা এই মৌলিক ইতিহাসগ্রন্থ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক মানবিক সংকট এবং ঘটনার ফলাফল বা প্রভাব-প্রতিক্রিয়া বুঝতে পাঠককে বিশেষভাবে সহায়তা করবে।
নারীর গল্প: নারীবাদী ছোটগল্প
সম্পাদনা: আফসানা বেগম
প্রকাশক: কথাপ্রকাশ
দাম: ৬০০ টাকা।
নারীর জগৎ-জীবনের খোঁজ মিলবে এই গল্পগুলোতে। নারীবাদী দার্শনিকেরা বলেছেন, নারীর ইতিহাস লিখতে হবে নারীকেই। ‘নারীর গল্প: নারীবাদী ছোটগল্প’ বইটি সেই ইতিহাস লেখারই একটি প্রয়াস। এই সংকলনে রয়েছে নারী লেখকদের লেখা একগুচ্ছ গল্প। বাংলাদেশের বিভিন্ন দশকের ২৫ নারীর গল্প এতে স্থান পেয়েছে। ফলে বিগত প্রায় ছয়-সাত দশকে এ অঞ্চলের নারীর সামাজিক-অর্থনৈতিক-সাংস্কৃতিক—সর্বোপরি মনোজগতের রূপান্তর কীভাবে ঘটল, তার একটি খণ্ডচিত্র পাওয়া যাবে এই গল্পগুলোতে।
একই সঙ্গে লৈঙ্গিক চেতনায় বিভাজিত বাস্তব সমাজের চেহারাও ফুটে উঠেছে এসব লেখায়। তবে সব গল্পই যে তত্ত্বের ছকে ফেলা যাবে, তা নয়। কিন্তু প্রতিটি লেখাই নারীর দৈনন্দিন জীবনের বেদনা-বঞ্চনায় ভরা। নারীর নিজের স্বরে কথা বলার প্রয়াসই এখানে প্রধান। বইটি পাওয়া যাচ্ছে কথাপ্রকাশের ২১ নম্বর প্যাভিলিয়নে।
উত্তরৌপনিবেশিক সত্য-মিথ্যা: পশ্চিমের জ্ঞানবাণিজ্য
হামিদ রায়হান
প্রকাশক: ঐতিহ্য
প্রচ্ছদ : ধ্রুব এষ
দাম: ৭৮০ টাকা।
সম্প্রতি প্রযুক্তিগত উন্নয়ন সামাজিক জ্ঞানের ক্ষেত্রগুলোকে আগের চেয়ে অনেক বেশি জটিল করে তুলেছে। আজকের বিশ্বে, সামাজিক শ্রেণিগত পার্থক্য শুধু অর্থনৈতিক কারণ দ্বারা বা সরাসরি নির্ধারিত হয় না। তাই জ্ঞানের তত্ত্ব এবং এর পাঠ একান্ত জরুরি হয়ে উঠছে।
সাম্প্রতিক দিনগুলোতে জ্ঞান, বিশেষত পশ্চিমাদের জ্ঞানবাণিজ্য যে উত্তর-উপনিবেশিক সত্য-মিথ্যার অবয়ব নিয়ে উদ্ভাসিত হচ্ছে, বিষয়টি যে শুধু আমাদের ভাবিয়ে তুলছে, তা নয়, বরং শঙ্কাতাড়িতও করছে। কিন্তু জ্ঞানের তত্ত্বায়ন রাষ্ট্র ও সামাজিক ক্ষমতার চেয়ে বেশি। এটা ক্ষমতা অর্জন ও বজায় রাখার একটি পদ্ধতি এবং ক্ষমতার প্রধান ভিত্তি। বলা দরকার, এর মধ্য দিয়ে ঔপনিবেশিকতা ও উত্তর-উপনিবেশিকতার উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করা হয়।
হামিদ রায়হানের ‘উত্তরৌপনিবেশিক সত্য-মিথ্যা: পশ্চিমের জ্ঞানবাণিজ্য’ বইটি এই বিষয়গুলোই অনুসন্ধান করেছে। পশ্চিম তথা ঔপনিবেশিক জ্ঞান কীভাবে আমাদের শৃঙ্খলিত করে তোলে, সেগুলো বিশ্লেষণ করা হয়েছে এ বইয়ে।
ঘরে বসে বইটি পেতে ভিজিট করুন: prothoma.com