বলকানের তুর্কি হামামের সন্ধানে

মঈনুস সুলতানের পায়ের তলায় শর্ষে। তা–ই নিয়ে তাঁর ভ্রমণ। ঘুরতে গেলে চোখ তাঁর হয়ে ওঠে মাইক্রোস্কোপ, মন সর্বদা সংবেদনশীল ও কৌতূহলী। তাঁর ভ্রমণকাহিনি তাই বিশেষ কিছু। নতুন স্থান দেখার অভিজ্ঞতাসমৃদ্ধ এক মানবিক যাত্রা।

মেসিডোনিয়ার রাজধানী স্কোপিয়েতে মঈনুল সুলতান গিয়েছিলেন ধর্মীয় সহিষ্ণুতা এবং বোঝাপড়া বিষয়ে এক সম্মেলন আয়োজন করতে। বলকানের তুর্কি হামাম বইটি সেই সময়ের অভিজ্ঞতা নিয়ে লেখা। এখানে সে দেশের কিছু অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ও তাদের ইতিহাস–ঐতিহ্য লেখক বোঝার চেষ্টা করেছেন একজন নৃতাত্ত্বিক গবেষকের মন নিয়ে, ইতিহাসসচেতন মানুষ হিসেবে।

১৯১৩ সালে সার্ব রাজ্যের অন্তর্ভুক্ত হওয়ার আগে ৫০০ বছর এই অঞ্চল ছিল তুরস্কের অটোমান সুলতানদের হাতে। এ দেশের বুকজুড়ে তাই ছড়িয়ে–ছিটিয়ে আছে সুলতানি আমলের স্থাপনা। সেসব ঐতিহ্যের প্রতি প্রবল আগ্রহে ছুটে বেড়িয়েছেন লেখক। খ্রিষ্টান ও ইহুদিদের পাশাপাশি মেসিডোনিয়ায় আছে সংখ্যালঘু মুসলমানরা। সেই সময় বিভিন্ন স্থান থেকে আসা মুসলমানদের জীবন কেমন চলছে? কেমন চলছে বিভিন্ন গোত্রের মানুষজনের জীবন? এসব প্রশ্নের উত্তর অনেকখানিই মিলবে এ ভ্রমণকাহিনিতে। এখানে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় জীবনের শিথিলতার একঝলক যেমন চোখে পড়বে, তেমনি আলবেনীয় মুসলমান ও গোঁড়া খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে উদ্ভূত তিক্ততারও আঁচ পাওয়া যাবে।

মাদার তেরেসার শৈশব–কৈশোর কাটানো বাড়িতে পাঠককে নিয়ে যান মঈনুস সুলতান। তাঁর জীবনের ওপর স্বল্প বয়ান আমাদের সমৃদ্ধ করে। সুফিবাদের মানবিক দিক সম্বন্ধে জানার সুযোগ হবে ছোট্ট এক গল্পের সূত্র ধরে।

মাঝেমধ্যে কিছু ঐতিহাসিক চরিত্র এবং সদ্য চেনা মানুষের জীবনের গল্প লেখক বলেছেন অসম্ভব কুশলতার সঙ্গে। সেসব বর্ণনা গল্প বা উপন্যাসকে হার মানানোর মতো। কামাল আতাতুর্ক বা কামাল পাশার ভিন্ন জীবনের গল্প আছে এখানে। বিতোলার বিত্তবান খ্রিষ্টান পরিবারের মেয়ে এলেনির সঙ্গে কামাল পাশার প্রেম, এলেনির আজীবন কুমারিত্ব, দীর্ঘ পত্র বড্ড কৌতুক উদ্দীপক। আবার ওফেলিয়ার সংগীতজীবন, প্রেম ও প্রেমহীনতার গল্পও পাঠককে স্পর্শ করবে। আর সিসনিকের জীবনের গল্প পড়তে পড়তে মনে হবে, মানুষের জীবন এ রকমও হয়!

রুপালি পর্দার এককালের নায়ক আহমেত রুশানির সঙ্গে আমাদের দেখা করিয়ে দেন লেখক। রুশানি এখন অন্ধ। দেখাশোনা করেন একটি লাইব্রেরি। এ রকম আরও অনেক জীবনের অনেক গল্পের সমাহার ঘটেছে বলকানের তুর্কি হামাম–এ।

মঈনুস সুলতানের অন্য বইয়ের মতো এই বইও নানা মানুষের গল্পে সমৃদ্ধ। শুধু বিখ্যাতজন নন, বরং তার চেয়ে বেশি আছে সাধারণ মানুষের জীবনের আলো–অন্ধকার।

শেষে বলা দরকার, হামামের উষ্ণ জলের মধ্যে নর-নারীর স্নানের দৃশ্য কল্পনা করে যাঁরা এ বইয়ের পাঠ শুরু করবেন, বোধকরি তাঁরা একটু হতাশই হবেন। কারণ, লেখকের বর্ণনায় এতে হামামের অস্তিত্ব আছে, তবে বাহুলগ্ন স্নানের দৃশ্য বর্ণনায় বাড়াবাড়ি নেই।

মো. শামিম মণ্ডল

বলকানের তুর্কি হামাম

মঈনুস সুলতান

প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা, প্রকাশকাল: ডিসেম্বর ২০২৩, প্রচ্ছদ: এরফান উদ্দিন আহমেদ, ২০৮ পৃষ্ঠা, দাম: ৫০০ টাকা।

বইটি পাওয়া যাচ্ছে: prothoma.com এবং মানসম্মত বইয়ের দোকানে